নারায়ণগঞ্জে ভেজাল জুস তৈরির কারখানা মালিকের জরিমানা
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ভেজাল জুস তৈরির কারখানায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র্যাব। রোববার (২ এপ্রিল) দুপুরে উপজেলার ব্রাহ্মন্দী পুর্বপাড়া এলাকায় মঞ্জুর ফুড প্রোডাক্টে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় কারখানা মালিকের এক লাখ টাকা জরিমানা করা হয়। পরে ২৬ হাজার লিটার জুস ধ্বংস করা হয়। অভিযানের নেতৃত্বে ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান ও র্যাব-১১ এর এএসপি মো. খলিলুর রহমান।
আরও পড়ুন: আইসক্রিমে ক্ষতিকর রঙের ব্যবহার, কারখানা মালিকের জরিমানা

অভিযান প্রসঙ্গে মো. সেলিমুজ্জামান বলেন, অবৈধ প্রক্রিয়ায় জুস তৈরি এবং বিএসটিআইয়ের অনুমোদন না নিয়ে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করার অপরাধে দুই ধারায় এক লাখ টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে ২৬ হাজার লিটার জুস ধ্বংস করা হয়। আমাদের এ ধরনের অভিযান চলমান থাকবে।
মোবাশ্বির শ্রাবণ/আরএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ দাঁড়িপাল্লায় ভোট চেয়ে মিছিল, জানেন না জামায়াতের প্রার্থী
- ২ দিপু হত্যায় সক্রিয় ভূমিকা রাখেন এরশাদ, মোবাইল উদ্ধার
- ৩ সিরাজগঞ্জে নবজাতক শিশুকে গলা কেটে হত্যা, আত্মগোপনে মা
- ৪ এসএসসি টেস্ট পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় ভৈরবে শিক্ষার্থীর আত্মহত্যা
- ৫ সরকারি প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ, অফিস সহকারী গ্রেফতার