ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পুকুরে নেমে প্রাণ গেলো সাঁতার না জানা কিশোরের

উপজেলা প্রতিনিধি | সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) | প্রকাশিত: ০৭:০৬ পিএম, ০৬ এপ্রিল ২০২৩

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে পুকুরে ডুবে নজরুল ইসলাম মাহী (১২) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিকেলে সিদ্ধিরগঞ্জের আটি ওয়াপদা কলােনি এলাকার পুকুর থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়।

নজরুল ইসলাম আটি ওয়াপদা কলোনি এলাকার মো. শাজাহানের ছেলে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, দুপুরের দিকে তিন বন্ধু গোসল করতে ওই পুকুরে যায়। পরে অন্য দুজন গোসল করে বাসায় ফিরলেও ওই কিশোর পুকুর থেকে ওঠেনি। পরে কিশোরের বাবা আদমজী ফায়ার সার্ভিসকে জানালে তারা নারায়ণগঞ্জের এক ডুবুরি টিমকে খবর দেন। ডুবুরিরা পুকুরে খোঁজাখুঁজি করে কিশোরের মরদেহ উদ্ধার করেন।

আদমজী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আব্দুল হাই বলেন, সাঁতার না জানায় ডুবে গিয়ে ওই কিশোরের মৃত্যু হয়েছে।

রাশেদুল ইসলাম রাজু/এসআর/জেআইএম