ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নিখোঁজের তিনদিন পর পুকুরে ভেসে উঠলো কলেজছাত্রের মরদেহ

জেলা প্রতিনিধি | পঞ্চগড় | প্রকাশিত: ০৮:১০ পিএম, ০৭ এপ্রিল ২০২৩

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নিখোঁজের তিনদিন পর বাড়ির পাশের পুকুর থেকে হাত-পা বাঁধা অবস্থায় আরিফুল ইসলাম (১৯) নামে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৭ এপ্রিল) দুপুরের পর তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের নারায়ণগছ এলাকায় মরদেহটি উদ্ধার করে তেঁতুলিয়া থানা পুলিশ।

নিহত আরিফুল ইসলাম বুড়াবুড়ি এলাকার জসিম উদ্দিনের ছেলে। তিনি পঞ্চগড় টেকনিক্যাল অ্যান্ড বিজনেস মেনেজম্যান্ট (বিএম) কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, মঙ্গলবার সন্ধ্যার পর আরিফুল বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। এ নিয়ে বৃহস্পতিবার তেঁতুলিয়ায় মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। শুক্রবার বাড়ির অদূরে একটি পুকুরে আরিফুলের মরদেহ ভাসতে দেখে তার পরিবারকে খবর দেন স্থানীয়রা।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে। প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠায় পুলিশ।

তেঁতুলিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বলেন, আরিফুল ৪ এপ্রিল থেকে নিখোঁজ ছিল। বৃহস্পতিবার রাতে নিহতের ভাই থানায় একটি জিডি করেন। শুক্রবার তার মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্ত এবং বিস্তারিত খোঁজ না নিয়ে এ বিষয়ে কিছু বলা যাবে না। এ নিয়ে এখনো কোনো অভিযোগ আসেনি। তবে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

সফিকুল আলম/এফএ/এএসএম