ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সাভারে কাভার্ডভ্যান চাপায় যুবক নিহত

প্রকাশিত: ০৭:০৩ পিএম, ০৫ মার্চ ২০১৬

ছোট বোনকে পছন্দের খিচুরি খাওয়াতে পারলেন না জাহাঙ্গীর আলম (২৮), তার আগেই সাভারে স্ট্যান্ডার্ড গ্রুপের কাভার্ডভ্যান চাপায় চলে গেলেন না ফেরার দেশে। শনিবার রাতে সাভারের উলাইল বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জাগো নিউজকে জানান, রাতে উলাইল এলাকার এইচআর গার্মেন্টস এর নিরাপত্তা কর্মী জাহাঙ্গীর নিজ কর্মস্থলে যাওয়ার জন্য বেড় হন। সঙ্গে নিয়েছিলেন হেমায়েতপুরে কর্মরত গার্মেন্টস কর্মী ছোট বোনের জন্য টিফিন বাটিতে খাবার।

এক পর্যায়ে স্ট্যান্ডার্ড গার্মেন্টসের সামনে পৌঁছলে ওই গার্মেন্টস এর শিফমেন্টের একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় ওই এলাকার বিক্ষুব্ধ শ্রমিকরা ইটপাটকেল নিক্ষেপ করে ওই গার্মেন্টসের একটি গাড়ি ও কারখানার মেইন গেটে ব্যাপক ভাঙচুর চালায়।

পরে খবর পেয়ে সাভার মডেল থানার অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

এবিষয়ে সাভার থানার উপ-পরিদর্শক শাহীন মোল্লা বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

নিহত জাহাঙ্গীর নড়াইল জেলার লোহাগড়া থানার নয়াপাড়া নন্দী গ্রামের রাজ্জাক শেখের ছেলে বলে প্রাথমিকভাবে জানান তার স্ত্রী পিয়ারি বেগম।

আল-মামুন/বিএ