দর্শনায় পাঁচ কেজি রুপা উদ্ধার
চুয়াডাঙ্গার দর্শনা থেকে চার কেজি ৯৮৫ গ্রাম রুপা উদ্ধার করেছে বিজিবি। রোববার (৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মাঝাপাড়া পুরাতন মসজিদের সামনে থেকে এসব রুপা উদ্ধার করা হয়।
বিজিবি-৬ এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, গোপন সংবাদের ভিক্তিতে বিজিবি-৬ এর সুলতানপুর বিওপির কমান্ডার হাবিলদার মো. আব্দুল মান্নানের নেতৃত্বে ঝাঝাডাঙ্গা মাঝাপাড়া পুরাতন মসজিদের সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অজ্ঞাত এক ব্যক্তিকে মোটরসাইকেলযোগে দর্শনা বাজারের দিকে যেতে দেখে তার গতিরোধের চেষ্টা করে বিজিবি।
আরও পড়ুন: মোটরসাইকেলে লুকানো ছিল ২৭ কেজি রুপা
এসময় মোটরসাইকেল ফেলে চালক পালিয়ে যান। পরে বিজিবির টহলদল মোটরসাইকেলটি জব্দের পর সুতির গামছা দিয়ে মোড়ানো ৪টি পলিথিনের ব্যাগ থেকে চার কেজি ৯৮৫ গ্রাম রুপা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় হাবিলদার মো. আব্দুল মান্নান বাদী হয়ে দর্শনা থানায় মামলা করছেন। উদ্ধার করা রুপা চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।
হুসাইন মালিক/আরএইচ/এমএস