ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ফেনীতে যানজট, ভোগান্তি চরমে

জেলা প্রতিনিধি | ফেনী | প্রকাশিত: ০৫:০৭ পিএম, ১১ এপ্রিল ২০২৩

ফেনী শহরের ট্রাংক রোড ও শহীদ শহীদুল্লা কায়সার সড়কে যানজট নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছে। ইফতারের সময় সড়ক কিছুটা ফাঁকা থাকলেও সন্ধ্যার পর সৃষ্টি হচ্ছে যানজট। শহরের মহিপাল থেকে ট্রাংক রোড কিংবা ট্রাংক রোড থেকে বের হওয়ার সময় যানজটে আধাঘণ্টা বা ঘণ্টাখানেক আটকে থাকতে হচ্ছে। যানজটের পাশাপাশি তীব্র গরমে চরম ভোগান্তির শিকার হচ্ছেন শহরবাসী।

jagonews24

শহরের বিভিন্ন স্থানে দেখা গেছে, পবিত্র রমজান মাস ঘিরে কয়েকদিন ধরে শহরের মানুষের চলাচল বেড়েছে। ঈদুল ফিতর সামনে রেখে কেনাকাটার জন্য শোরুম, মার্কেট ও বিপণিবিতানগুলোয় ভিড় বাড়ছে। জেলা শহর হওয়ায় উপজেলা কিংবা গ্রামাঞ্চলের মানুষ ঈদের কেনাকাটা করতে আসছেন। ফলে স্বাভাবিকভাবেই অন্য সময়ের তুলনায় মানুষের চাপ বেশি। বিশেষ করে শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়ক, ট্রাংক রোডের দোয়েল চত্বর থেকে মডেল থানা, বড় মসজিদ পর্যন্ত, মিজান রোড, কলেজ রোড ও পোস্ট অফিস রোডে যানজটে দীর্ঘক্ষণ আটকে থাকতে হচ্ছে।

jagonews24

সোনাগাজী থেকে আসা রোখসানা জারা জাগো নিউজকে বলেন, তিনি মেয়েদের জন্য কাপড় কিনতে ফেনী শহরে এসেছিলেন। বড় মসজিদ থেকে ট্রাংক রোডের জিরো পয়েন্ট পৌঁছাতে কয়েকবার ট্রাফিক জ্যামে পড়েছেন। ঈদ সামনে যানজট বেড়েছে বলে জানান তিনি।

jagonews24

ফেনীর ট্রাফিক পুলিশের পরিদর্শক আনোয়ারুল আজিম বলেন, ঈদের আগে কেনাকাটা করতে শহরের পাশাপাশি গ্রামাঞ্চলের লোকজন আসায় যানজট বেড়েছে। কিছুদিন পর ঈদের কেনাকাটায় মানুষের চলাচল আরও বাড়বে। যানজট নিরসনে প্রতিদিন গড়ে দুই শিফটে ১২টি পয়েন্টে ২৪ জন করে ৪৮ জন ট্রাফিক পুলিশ নিরলসভাবে কাজ করছেন।

jagonews24

ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি পৌরসভার পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দেওয়া হয়েছে। যত্রতত্র গাড়ি পার্কিং থেকে বিরত থাকা, ফুটপাত দখলমুক্ত ও দিনের বেলায় জরুরি প্রয়োজন ছাড়া শহরে গাড়ি নিয়ে না বের হলে যানজট অনেকটা কমে যাবে।

আবদুল্লাহ আল-মামুন/এসআর/এমএস