ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

জামালপুরে সাংবাদিকের ওপর হামলা

জেলা প্রতিনিধি | জামালপুর | প্রকাশিত: ০৮:৫৯ এএম, ১২ এপ্রিল ২০২৩

সংবাদ প্রকাশের জেরে জামালপুরে গোলাম রাব্বানী নাদিম নামে এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১১ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে বকশীগঞ্জ মধ্যবাজারে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নাদিম জামালপুর অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সহসভাপতি, বাংলানিউজ২৪.কমের জেলা প্রতিনিধি ও একাত্তর টিভির বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি।

নাদিম বলেন, ‘রাতে পেশাগত কাজ শেষে বাড়ি ফিরছিলাম। উপজেলার মধ্যবাজারে আসা মাত্রই একটি সংবাদ প্রকাশকে কেন্দ্র করে স্থানীয় যুবলীগ নেতা শামীম ও স্বপনের নেতৃত্বে একদল সন্ত্রাসী আমার ওপর হামলা করে। স্থানীয়দের সহায়তায় হাসপাতালে ভর্তি হই। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।’

ja-(2).jpg

তবে হামলার বিষয়ে যুবলীগ নেতা শামীমের মোবাইল নম্বরে কল করলে বন্ধ পাওয়া যায়।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জাগো নিউজকে বলেন, হামলার বিষয়টি খোঁজ নেওয়া হচ্ছে। এ বিষয়ে মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের ওপর হামলার ঘটনায় জামালপুর প্রেস ক্লাব ও জামালপুর অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতারা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে। তারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আটকের দাবি জানান।

মো. নাসিম উদ্দিন/এসজে/এমএস