ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

অজ্ঞাতপরিচয় নারী-শিশুর মরদেহ মিললো খালে

জেলা প্রতিনিধি | লক্ষ্মীপুর | প্রকাশিত: ০৮:১৪ পিএম, ১৯ এপ্রিল ২০২৩

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় দুটি ব্রিজের নিচ থেকে অজ্ঞাতপরিচয় এক নারী এবং শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৯ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার রামগঞ্জ-সোনাইমুড়ি সড়কের হানুবাইশ ব্রিজ এবং পাশের আলীপুর ব্রিজের নিচ থেকে মরদেহগুলো উদ্ধার করে পুলিশ।

জানা গেছে, স্থানীয়রা ব্রিজের নিচে খালের পানিতে মরদেহগুলো ভাসতে দেখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করে। দুটি মরদেহই অর্ধগলিত। শিশুটির বয়স আনুমানিক দেড় বছর এবং নারীর বয়স ২২ বছর ধারণা করা হচ্ছে। তবে তাদের পরিচয় জানা যায়নি। আশপাশের লোকজনও তাদের চেনে না। তারা সম্পর্কে মা ও সন্তান বলে ধারণা স্থানীয়দের।

লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার (এসপি) মাহফুজ্জামান আশরাফ বলেন, মরদেহগুলো উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

কাজল কায়েস/এমআরআর/এএসএম