ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীর ভিড়ে দেখা মিলছে না বাসের

উপজেলা প্রতিনিধি | সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) | প্রকাশিত: ১১:১৬ এএম, ২১ এপ্রিল ২০২৩

চাঁদ দেখা গেলে শনিবার উদযাপন হবে ঈদুল ফিতর। বুধবার ঈদের ছুটি শুরু হলেও বৃহস্পতিবার রাত থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে ঘরমুখো মানুষের ঢল নামে। বাস, মাইক্রোবাস, পিকআপ, মোটরসাইকেলসহ যে যেভাবে পারছেন নাড়ির টানে বাড়ি ছুটছেন।

এদিকে গত কয়েকদিন যাত্রীর চাপ থাকলেও বাসের জন্য অপেক্ষা করতে হয়নি। কিন্তু শুক্রবার সকাল থেকে মহাসড়কে ভিন্ন চিত্র দেখা গেছে। সকাল থেকেই ঘরমুখো যাত্রীরা বাসের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন। মাঝেমধ্যে বাসের দেখা মিললেও যাত্রীর তুলনায় সংখ্যা খুবই কম। তাই অনেকেই বাধ্য হয়ে বেশি ভাড়া দিয়েই পিকআপ, মাইক্রোবাসযোগে গন্তব্যস্থলে যাচ্ছেন।

জাহাঙ্গীর হোসেন নামে এক যাত্রী বলেন, ফেনী যাওয়ার উদ্দেশ্যে টিকেট নিয়ে ৪০ মিনিট ধরে মহাসড়কে দাঁড়িয়ে আছি। কিন্তু এখনো পর্যন্ত বাসের দেখা মেলেনি। কখন বাস আসবে সে অপেক্ষায় আছি।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীর ভিড়ে দেখা মিলছে না বাসের

তিনি আরও বলেন, এ দুর্ভোগ এড়াতে আগেভাগেই পরিবারের সবাইকে গ্রামে পাঠিয়ে দিয়েছি। তাদের কোনো ভোগান্তির শিকার হতে হয়নি।

মামুনুর রশীদ নামের আরেক যাত্রী বলেন, একদিকে তীব্র গরম আরেকদিন বাসের জন্য অপেক্ষা। দুটো মিলিয়ে দুর্ভোগের শেষ নেই। মহাসড়ক ফাঁকা থাকলেও বাসের সংখ্যা যাত্রীর তুলনায় খুবই কম।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীর ভিড়ে দেখা মিলছে না বাসের

আশরাফুল ইসলাম নামের শ্যামলী পরিবহনের এক বাসচালক বলেন, আজ যাত্রীর চাপ বেশি থাকায় বাসগুলো এক স্থান থেকে আরেক স্থানে যেতে কিছুটা সময় বেশি লাগছে। তবে অন্যবারের তুলনায় এবার মহাসড়কের অবস্থা খুবই ভালো।

কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) এ কে এম শরফুদ্দিন জাগো নিউজকে বলেন, ঈদকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাত থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রী ও যানবাহনের প্রচুর চাপ আছে। তবে মহাসড়কের কোথাও কোনো তীব্র যানজটের সৃষ্টি হয়নি। যানজট নিরসনে হাইওয়ে পুলিশের পাশাপাশি কমিউনিটি পুলিশ কাজ করছে। এছাড়া যেকোনো যানবাহন বিকল হলে তা দ্রুত মহাসড়ক থেকে সরানোর জন্য রেকারের ব্যবস্থা রাখা হয়েছে। আশা করছি যাত্রীরা নির্বিঘ্নে তাদের গন্তব্যস্থলে যেতে পারবেন।

রাশেদুল ইসলাম রাজু/এসজে/জেআইএম