এমসি কলেজে পাইপগানসহ আটক ২
সিলেট এমসি কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের পর অস্ত্রধারীদের ধরতে সাঁড়াশি অভিযানে নেমেছে পুলিশ। সোমবার বিকেলে পুলিশ কলেজ ক্যাম্পাসে এ অভিযান চালিয়ে ৪ টি রামদা এবং ১ টি পাইপগানসহ দুইজনকে আটক করেছে। তবে তাৎক্ষনিকভাবে আটককৃতদের নাম ঠিকানা জানা যায়নি।
পুলিশের হস্তক্ষেপে বর্তমান পরিস্থিতি শান্ত থাকলেও এমসি কলেজের আশেপাশের এলাকায় আতঙ্ক বিরাজ করছে। বন্ধ রয়েছে কলেজ ক্যাম্পাসের আশেপাশ এলাকার ব্যবসাপ্রতিষ্ঠান।
এর আগে দুপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিলেট এমসি কলেজে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান চৌধুরী ও সঞ্জয়-কামরুল গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এসময় উভয় পক্ষের মধ্যে কয়েক রাউন্ড গুলিও বিনিময় হয়। এ ঘটনায় দুইজন গুলিবিদ্ধসহ আহত হন অন্তত ১০জন।
ছামির মাহমুদ/এফএ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বাসায় পুলিশের অভিযান, ছাদ থেকে লাফ দিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- ২ ওসমান হাদির মৃত্যুতে ‘আলহামদুলিল্লাহ’ লিখে পোস্ট, যুবক গ্রেফতার
- ৩ হাদি হত্যা: রংপুরে প্রতিবাদী সমাবেশে বিএনপি-জামায়াত-এনসিপি
- ৪ সিলেটে ৪২২ চোরাই মোবাইল জব্দ, চক্রের মূল হোতাসহ আটক ৪
- ৫ নীলফামারীতে ইউপি চেয়ারম্যানসহ আ’লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার