ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

লক্ষ্মীপুরে সাবেক ক্রিকেটারদের মিলনমেলা

জেলা প্রতিনিধি | লক্ষ্মীপুর | প্রকাশিত: ০৫:৪৪ এএম, ২৪ এপ্রিল ২০২৩

লক্ষ্মীপুর জেলা স্টেডিয়ামে সাবেক ক্রিকেটারদের মিলন মেলা হয়েছে। এদিন ঈদ পুনর্মিলনী ‘লিজেন্ড অব ক্রিকেট’ টি-টোয়েন্টি টুনার্মেন্টে আয়োজন করে লক্ষ্মীপুর ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। রোববার (২৩ এপ্রিল) দিনব্যাপী এ টুনার্মেন্ট হয়।

অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল করিম রিন্টুর সভাপতিত্বে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের সংসদ সদস্য ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন।

jagonews24

অ্যাসোসিয়েশনের যুগ্ম-আহবায়ক আশরাফুল আলম ও আমিনুল ইসলাম রাজুর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ, অতিরিক্ত পুলিশ সুপার এ. বি ছিদ্দিক, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হাসান আল মাহমুদ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল হাসান পলাশ ও অ্যাসোসিয়েশনের ক্রিকেট উপ-কমিটির আহবায়ক আহসানুল করিম রিপন প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলার ১৪টি ক্লাবকে সম্মাননা স্মারক দেওয়া হয়। একই সঙ্গে জাতীয় দলের ক্রিকেটার হাসান মাহমুদের বাবা মো. ফারুকের হাতেও সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা।

jagonews24

প্রধান অতিথির বক্তব্যে নুরউদ্দিন চৌধুরী নয়ন বলেন, জাতীয় দলে নিজের নৈপুণ্য দেখিয়ে হাসান মাহমুদ লক্ষ্মীপুরবাসীর অন্তরে জায়গা করে নিয়েছেন। লক্ষ্মীপুর স্টেডিয়ামসহ আশপাশের মাঠের হাসান এখন বিশ্বের বড় বড় স্টেডিয়ামে জাতীয় দলের হয়ে নৈপুণ্য দেখাচ্ছেন। লক্ষ্মীপুরের মানুষের মুখ উজ্জ্বল করেছেন। আগামীতেও তার মতো বহু ক্রিকেটার এ স্টেডিয়াম থেকেই জাতীয় দলে সুযোগ পাবেন।

প্রায় এক মাস ধরে লক্ষ্মীপুর ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মাধ্যমে সাবেক ক্রিকেটারদের রেজিস্ট্রেশন করা হয়। এতে দেড় শতাধিক সাবেক ক্রিকেটার রেজিস্ট্রেশন করেন।

কাজল কায়েস/জেডএইচ