ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মাদারীপুরে পানিতে ডুবে কিশোরীর মৃত্যু, সড়কেও প্রাণ গেলো দুজনের

জেলা প্রতিনিধি | মাদারীপুর | প্রকাশিত: ১১:০৮ পিএম, ২৪ এপ্রিল ২০২৩

মাদারীপুরের শিবচর উপজেলার বাশকান্দি ইউনিয়নের ইটখোলা বাজিতপুর গ্রামে বিলে গোসল করতে নেমে তানজিল আক্তার (১৪) নামে এক কিশোরী মারা গেছে। অন্যদিকে রাজৈর ও শিবচরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ মারা গেছে ২ জন।

তানজিল আক্তার শিবচর উপজেলার বাশকান্দি ইউনিয়নের বাজিতপুর গ্রামের আবুল কালাম মোড়লের মেয়ে। সে ঢাকায় একটি বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়তো।

পারিবারিক সূত্রে জানা যায়, তানজিল আক্তার তার পরিবারের সঙ্গে ঢাকায় থাকতো। ঈদের ছুটিতে পরিবারের সঙ্গে গ্রামে আসে। সোমবার দুপুরে বাড়ির পাশে একটি বিলে গোসল করতে গিয়ে তলিয়ে যায়। খোঁজাখুঁজির পর বিকেলে পানি থেকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (আরএমও) মিঠুন বিশ্বাস বলেন, তানজিল আক্তার নামের ওই কিশোরীকে হাসপাতালে আনার আগেই পানিতে ডুবে মারা গেছে।

এদিকে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেল ৪টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈর উপজেলার বৌলগ্রামে পল্লি বিদ্যুৎ অফিসের সামনে বরিশাল থেকে ঢাকাগামী গ্লোবাল পরিবহনের (ঢাকা মেট্রো ব-১২-০৫-১২) সঙ্গে মাদারীপুরগামী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে সাকিব হাওলাদার (১৯) নামে এক তরুণ ঘটনাস্থলেই মারা যান।

অন্যদিকে শিবচর উপজেলার পশ্চিম নিলখী গ্রামে রাস্তার পাশে খেলার সময় ইজিবাইকের ধাক্কায় নুসরাত সারা (৬) নামে এক শিশু গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

মস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি আবু নাঈম মো. মোফাজ্জেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আয়শা সিদ্দিকা আকাশী/এমএইচআর