ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ঘোড়ার গাড়িতে চড়ে বিয়ে করে শ্বশুরের শখ পূরণ করলেন রানা

জেলা প্রতিনিধি | নাটোর | প্রকাশিত: ০৩:১০ এএম, ২৬ এপ্রিল ২০২৩

শ্বশুরের শখ পূরণে নাটোরের সিংড়ায় ঘোড়ার গাড়িতে চড়ে বিয়ে করলেন ব্যবসায়ী মো. রানা। মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুরে শতাধিক বরযাত্রী নিয়ে বিয়ে করতে যান তিনি।

কনের বাড়ি আর বরের বাড়ির ব্যবধান মাত্র এক কিলোমিটার। এদিন সন্ধ্যায় বিয়ে করে নববধূকে নিয়ে বাড়িতে ফেরেন বরযাত্রীরা।

রানা সিংড়া পৌর শহরের শোলাকুড়া মহল্লার মো. মকছেদুল সওদাগরের ছেলে। কনে মোছা. মুনছুরাইয়া সরকারপাড়া মহল্লার আব্দুল মন্নাফ সওদাগরের মেয়ে।

jagonews24

হারিয়ে যাওয়া গ্রাম-বাংলার এমন ঐতিহ্য ও সংস্কৃতি ধারণ করে বিয়ের আয়োজনের অসাধারণ দৃশ্য দেখতে উৎসুক নারী-পুরুষ ও শিশুরা রাস্তার দুপাশে ভিড় করেন। কেউ কেউ আবার মুঠোফোনের ক্যামেরায় এ দৃশ্য ধারণ করেন।

বরের বন্ধু আল-আমিন হোসেন ও মাজিদুল ইসলাম বলেন, শুনেছি আগে গরুর গাড়ি ও ঘোড়ার গাড়িতে চড়ে মানুষ বিয়ে করতে যেতো। কালের বিবর্তনে সেটি হারিয়ে গেছে। আজ ঘোড়ার গাড়ির বিয়েতে বরযাত্রী হয়ে মুগ্ধ হয়েছি।

jagonews24

বর মো. রানা বলেন, শ্বশুরের শখ পূরণে ঘোড়ার গাড়িতে চড়ে বিয়ে করতে এসেছি। আলাদা একটা অনুভূতি কাজ করছে। সবাই দোয়া করবেন দাম্পত্য জীবনে যেন আমরা সুখী হতে পারে।

রেজাউল করিম রেজা/এএএইচ