ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মামলার জট কমাতে আরও বিচারক নিয়োগ দেওয়া হবে: প্রধান বিচারপতি

জেলা প্রতিনিধি | জামালপুর | প্রকাশিত: ০৯:১৫ পিএম, ২৭ এপ্রিল ২০২৩

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, মামলার জট এড়াতে আরও ১০২ জন বিচারক নিয়োগ দেওয়া হবে। দেশে মামলার জট থেকে সাধারণ মানুষকে রক্ষার জন্য বিচার বিভাগে এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) জামালপুর আদালত পরিদর্শনকালে বিচারক-আইনজীবীদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় শেষে শহরের আশেক মাহমুদ কলেজের একটি সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মামলার জট কমাতে আরও বিচারক নিয়োগ দেওয়া হবে: প্রধান বিচারপতি

কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন, সাবেক বিচারপতি হোসেন হায়দায়, বাংলা বিভাগের অধ্যাপক আব্দুল হাই আলহাদী, কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক শাকের আহমেদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

মো. নাসিম উদ্দিন/আরএইচ/জেআইএম