চুয়াডাঙ্গায় জোড়া খুনের ঘটনায় আরও এক যুবক গ্রেফতার
চুয়াডাঙ্গায় জোড়া খুনের ঘটনায় হৃদয় (২৭) নামের আরও একজনকে গ্রেফতার করেছে র্যাব। এ নিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়। তারা সবাই মামলার এজাহারভুক্ত আসামি।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান কাজল জানান, গোপন তথ্যের ভিত্তিতে ঝিনাইদহ ক্যাম্পের একটি দল শহরের আলুকদিয়া এলাকা অভিযান চালিয়ে হৃদয়কে গ্রেফতার করা হয়। তিনি সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের হুচুকপাড়ার মিলন হোসেনের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেন। মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এর আগে চুয়াডাঙ্গা সদরের আলুকদিয়া ইউনিয়নের হুচুকপাড়ার আব্দুল খালেকের ছেলে মানিক হোসেন (১৮) ও একই এলাকার খবির উদ্দীনের ছেলে মিঠু রহমান (১৮)। আটক করা হয়।
আরও পড়ুন: কাপড়ের দরদাম করাকে কেন্দ্র করে দুই খুন, আটক ২
এদিকে ছুরিকাঘাতে নিহত সজল ও মামুনের জানাজার নামাজ শেষে পাশাপাশি দাফন করা হয়েছে। বুধবার উপজেলার কয়রাডাঙ্গা গ্রামের ফুটবল মাঠ প্রাঙ্গণে তাদের জানাজা অনুষ্ঠিত হয়। পরে রাতে গ্রামের এতিমখানা মাদরাসা কবরস্থানে দাফন করা হয়।
এ বিষয়ে চুয়াডাঙ্গা জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান বলেন, জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় একটি মামলা হয়েছে।
গত ২৫ এপ্রিল (মঙ্গলবার) রাতে চুয়াডাঙ্গা সদর উপজেলার ভালাইপুর বাজারে কাপড়ের দরদামকে কেন্দ্র করে ছুরিকাঘাতে সজল ও মামুন খুন হন।
হুসাইন মালিক/আরএইচ/জেআইএম