কাপড়ের দরদাম করাকে কেন্দ্র করে দুই খুন, আটক ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ১০:০১ পিএম, ২৬ এপ্রিল ২০২৩

কাপড়ের দরদাম করাকে কেন্দ্র করে চুয়াডাঙ্গায় দুই যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৬ এপ্রিল) সকালে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা সদরের আলুকদিয়া ইউনিয়নসহ বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন চুয়াডাঙ্গা সদরের আলুকদিয়া ইউনিয়নের হুচুকপাড়ার আব্দুল খালেকের ছেলে মানিক হোসেন (১৮) ও একই এলাকার খবির উদ্দিনের ছেলে মিঠু রহমান (১৮)।

আরও পড়ুন: কাপড়ের দরদামকে কেন্দ্র করে ছুরিকাঘাতে ২ যুবক খুন

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান কাজল বলেন, ঘটনার পর থেকেই আমরা একাধিক টিম নিয়ে মাঠে অভিযান পরিচালনা করছি। এরই মধ্যে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত দুজনকে আটক করা হয়েছে। বাকিদের আটক করতে অভিযান অব্যাহত আছে।

কাপড়ের দরদামকে কেন্দ্র করে মঙ্গলবার (২৫ এপ্রিল) রাতে চুয়াডাঙ্গা সদর উপজেলার ভালাইপুর বাজারে ছুরিকাঘাতে দুই যুবক খুন হন। তারা হলেন আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা গ্রামের মাঠপাড়ার আমজাদ হোসেনের ছেলে সজল (২৪) ও তার বন্ধু স্কুলপাড়ার আজিজুর রহমানের ছেলে মামুনুর রশিদ (২৫)।

এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।