ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

শ্মশানে মিললো কিশোরীর মরদেহ

জেলা প্রতিনিধি | গাইবান্ধা | প্রকাশিত: ০৩:৩৭ পিএম, ২৮ এপ্রিল ২০২৩

গাইবান্ধার গোবিন্দগঞ্জে শ্মশান ঘাট থেকে হেলেনা আক্তার (১৬) নামের এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৮ এপ্রিল) বেলা ১১টার দিকে গোবিন্দগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ববনপুর (বাঘমারা) শ্মশান ঘাট থেকে মরদেহটি করা হয়।

হেলেনা আক্তার ওই ওয়ার্ডের চাসকপাড়ার হেলাল মিয়ার মেয়ে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইজার উদ্দিন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে স্থানীয় এক কৃষক তার জমিতে পটোল তুলতে যান। এসময় শ্মশান ঘাটের একটি গাছে ঝুলন্ত অবস্থায় হেলেনা আক্তারকে দেখতে পান। পরে তিনি বিষয়টি পুলিশকে জানান। পুলিশ এসে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করে।

ওসি ইজার উদ্দিন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এসআর/এমএস