গাইবান্ধা
ফরম পূরণ করেও আসেনি প্রবেশপত্র, পরীক্ষা দিতে পারেনি ৩ শিক্ষার্থী
প্রধান শিক্ষকের কক্ষ ঘেরাও করেন পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের অভিভাবকরা
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় এসএসসি পরীক্ষার ফরম পূরণ করা শিক্ষার্থীদের মধ্যে তিনজনের প্রবেশপত্র আসেনি। এ কারণে পরীক্ষায় অংশ নিতে পারেনি ওই শিক্ষার্থীরা।
উপজেলার সাহেবগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এই তিন শিক্ষার্থী এসএসসি পরীক্ষার জন্য ফরম পূরণ করেছিল। ভুক্তভোগী শিক্ষার্থীরা হলো বিজ্ঞান বিভাগের শফিকুল ইসলাম শফিক ও শাহনাজ আক্তার শাম্মি এবং মানবিক বিভাগের খাদিজা আক্তার।
এ ঘটনায় পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা রোববার (৩০ এপ্রিল) সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত প্রধান শিক্ষকের কক্ষ ঘেরাও করে প্রতিবাদ জানায়। এসময় তারা জড়িত বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অফিস সহকারীসহ সংশ্লিষ্টদের বিচার দাবি করেছেন।
পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারা শিক্ষার্থী শাহনাজ আক্তার শাম্মি বলেন, যথাসময়ে ফরম ফিলাপ করেও প্রবেশপত্র পাইনি। স্যারদের গাফিলতির কারণেই এমন হয়েছে। পরীক্ষা দিতে না পেরে আমার জীবন থেকে একটি বছর চলে গেলো। এজন্য দায়ীদের বিচার দাবি করছি।
হেলাল মিয়া নামে এক অভিভাবক বলেন, আমার ছেলে শফিকুল ইসলাম শফিক সাহেবগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষার ফরম পূরণ করে। কিন্তু প্রবেশপত্র না আসায় সে পরীক্ষা দিতে পারেনি। প্রধান শিক্ষকসহ জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
এ বিষয়ে সাহেবগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হায়দার আলী বলেন, পরীক্ষা দিতে না পারা তিন শিক্ষার্থীর জন্ম সনদসহ কাগজপত্রের ত্রুটি থাকায় তাদের রেজিস্ট্রেশন হয়নি। বিষয়টি তাদের অভিভাবকরাও জানেন। কিন্তু বিদ্যালয়ের অফিস সহকারী জিল্লুর রহমান আমাকে না জানিয়ে ওই তিন শিক্ষার্থীর কাছ থেকে ফরম পূরণের টাকা নেন। তাই তাদের প্রবেশপত্র না আসার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।
গোবিন্দগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহ আলম পারভেজ বলেন, সাহেবগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের তিন পরীক্ষার্থীর প্রবেশপত্র না আসায় তারা পরীক্ষায় অংশ নিতে পারেনি।
গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফ হোসেন বলেন, ফরম পূরণ করেও তিন শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দিতে পারেনি। বিষয়টি খোঁজ নিয়ে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমআরআর/জিকেএস