ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পরীক্ষাকেন্দ্রে কর্তব্যে অবহেলা, দুই শিক্ষককে অব্যাহতি

জেলা প্রতিনিধি | গাইবান্ধা | প্রকাশিত: ০৬:১৩ পিএম, ০২ মে ২০২৩

কর্তব্যে অবহেলার দায়ে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় এসএসসি পরীক্ষাকেন্দ্রে দায়িত্বরত দুই শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২ মে) বিকেলে পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সকালে উপজেলার পিয়ারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা চলাকালে তাদের অব্যাহতি দেওয়া হয়।

অব্যাহতি পাওয়া শিক্ষকরা হলেন গিধারীপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিউলি বেগম ও নান্দিশহর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল্লাহ আল মতি।

জানা যায়, পরীক্ষায় পাশাপাশি সিটে বসা শিক্ষার্থীরা নিয়ম অনুযায়ী ভিন্ন ভিন্ন সেটের প্রশ্নপত্র পাবে। কিন্তু ওই কক্ষে পাশাপাশি বসা একাধিক পরীক্ষার্থীকে একই সেটের প্রশ্ন দেওয়া হয়। যা দেখার দায়িত্ব ছিল ওই দুই শিক্ষকের। এ ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে তাদের অব্যাহতি দেওয়া হয়।

পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, দুই শিক্ষক পরীক্ষা চলাকালে যথাযথভাবে দায়িত্ব পালন না করায় তাদের অব্যাহতি দেওয়া হয়েছে।

এমআরআর/এএসএম