ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

স্কচটেপ মোড়ানো পলিথিনে মিললো ১১ কেজি রুপা

জেলা প্রতিনিধি | চুয়াডাঙ্গা | প্রকাশিত: ০৮:৫৩ পিএম, ১৪ মে ২০২৩

চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে পাচারের সময় ১১ কেজি রুপার গহনা উদ্ধার করেছে বিজিবি। রোববার (১৪ মে) মুন্সিপুর সীমান্ত এলাকা রুপাগুলো উদ্ধার করা হয়। এসময় একটি মোটরসাইকেলও জব্দ করে বিজিবি।

আরও পড়ুন: দর্শনায় পাঁচ কেজি রুপা উদ্ধার

চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় বিজিবি। এসময় মোটরসাইকেল নিয়ে এক যুবক মুন্সিপুর থেকে ঠাকুরপুরের দিকে যাচ্ছিলেন। বিজিবি ধাওয়া করলে পাচারকারী মোটরসাইেকেল ফেলে পালিয়ে যায়। পরে মোটরসাইকেলটি জব্দ করে প্লাস্টিকের বস্তা থেকে টেপ দিয়ে মোড়ানো ১১ কেজি রুপার গহনা উদ্ধার করা হয়।

হুসাইন মালিক/আরএইচ/এএসএম