ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

এমসি কলেজে গোলাগুলি : শাহপরান থানার ওসি ও তদন্ত কর্মকর্তাকে বদলি

প্রকাশিত: ০৯:০৯ পিএম, ০৯ মার্চ ২০১৬

শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন চৌধুরী এবং ওসি (তদন্ত) মনিরুল ইসলামকে বদলি করা হয়েছে। বুধবার রাতে এই দুই কর্মকর্তাকে গোয়েন্দা বিভাগে (ডিবি) বদলি করা হয়।

সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম. রায়হান চৌধুরীর অনুসারীদের ওসিকে প্রত্যাহার করতে ৭২ ঘণ্টার আল্টিমেটামের মধ্যেই এই রদবদল করা হলো। বদলির খবর জানার পর টিলাগড়ে রায়হান গ্রুপের নেতাকর্মীরা মিষ্টি বিরতণ করেন বলে জানা যায়।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মুহাম্মদ রহমতুল­াহ বদলির বিষয়টি নিশ্চিত করে জানান, ‘কোনো রাজনৈতিক চাপে নয়, বদল বা স্থানান্তর একটি স্বাভাবিক প্রক্রিয়া, এখানে অন্য কিছু নেই।’

শাহপরান থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন শাহজালাল মুন্সি। যিনি গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়া এই থানার ওসি তদন্ত-এর হিসেবে নতুন দায়িত্ব পেয়েছেন সুরঞ্জিত তালুকদার।

প্রসঙ্গত, গত সোমবার এমসি কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এসময় দুইজন গুলিবিদ্ধ হন। এ ঘটনায় রুবেল আহমদ নামের ছাত্রলীগের এক কর্মী বাদি হয়ে থানায় রায়হানসহ ১৭ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।

সিলেট জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক রায়হান চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে মঙ্গলবার রাত ৮টায় সিলেট নগরীর টিলাগড়ে সিলেট-তামাবিল সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন রায়হান অনুসারী ছাত্রলীগ নেতাকর্মীরা।

এম. রায়হান চৌধুরীসহ অন্যান্য নেতাকর্মীদের উপর থেকে মামলা প্রত্যাহারের দাবিতে রাত ৮টায় টিলাগড় পয়েন্ট থেকে মিছিল বের করে ছাত্রলীগ নেতাকর্মীরা। এ সময় তারা ওসিকে প্রত্যাহার করতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেন।

ছামির মাহমুদ/বিএ

আরও পড়ুন