ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র চালু হচ্ছে জুনে

জেলা প্রতিনিধি | পঞ্চগড় | প্রকাশিত: ১১:৩৫ এএম, ২১ মে ২০২৩

পঞ্চগড়ে দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র চালু হতে যাচ্ছে জুনে। এরই মধ্যে সব প্রস্তুতি শেষ করা হয়েছে।

এ নিয়ে শনিবার (২০ মে) চা শিল্প সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম। স্মল টিগার্ডেন ওনার্স অ্যান্ড টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন এ সভার আয়োজন করে।

pan-2.jpg

সভায় পঞ্চগড় আঞ্চলিক চা বোর্ডের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমির হোসেন বলেন, গত বছর জেলায় এক কোটি ৭৭ লাখ ৭৯ হাজার কেজি চা পাওয়া গেছে। পঞ্চগড়ে দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র পরিচালনার জন্য ১২টি ব্রোকার হাউজ ও আটটি ওয়্যার হাউজ আবেদন করেছে। এরমধ্যে পাঁচটির অনুমোদন দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম বলেন, জুনে পঞ্চগড়ে চা নিলাম কেন্দ্র চালুর সম্ভাবনা আছে। নিলাম কেন্দ্র চালু হলে কর্মসংস্থানের পাশাপাশি স্থানীয়ভাবে পরিবহন খরচ কমবে। স্থানীয় অর্থনীতিতে নতুন মাত্রা সংযোগ হবে।

সফিকুল আলম/এসজে/এমএস