ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সিরাজগঞ্জে বেতনের দাবিতে শিক্ষা অফিসে তালা

প্রকাশিত: ০৮:৫৫ এএম, ১০ মার্চ ২০১৬

দীর্ঘদিন যাবৎ বেতন ভাতা না পেয়ে উপজেলা শিক্ষা অফিসে বৃহস্পতিবার সকালে তালা ঝুলিয়ে দিয়েছেন সিরাজগঞ্জের রায়গঞ্জের প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ প্রাপ্ত ৩০ জন দফতরি। অফিসে তালা ঝুলানোর ফলে শিক্ষা অফিসের সকল কাজক্রম বন্ধ রয়েছে। এদিকে দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম জানান, এক বছর আগে নিয়োগ পাওয়া এ সমস্ত কর্মচারীরা বেতন ভাতা না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন। মাসের পর মাস শিক্ষা অফিসে ধর্ণা দিয়েও কোনো লাভ হয়নি। শিক্ষা কর্মকর্তা ইয়াকুব আলী বিষয়টি আমলে না নিয়ে নানা তালবাহানা করে তাদের হয়রানি করে আসছেন বলেও অভিযোগ করেন তিনি।

এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইয়াকুব আলীর সাথে যোগাযোগ করার চেষ্টা করে হলেও তাকে পাওয়া যায়নি।

বাদল ভৌমিক/এফএ/আরআইপি