তেঁতুলিয়ায় পাথরশ্রমিকদের লক্ষ্য করে বিএসএফের গুলি
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী থেকে পাথর তোলার সময় শ্রমিকদের লক্ষ্য করে গুলি ছুড়েছে বিএসএফ। এতে পলাশ (৩৫) নামের বাংলাদেশি এক পাথরশ্রমিক গুলিবিদ্ধ হয়েছেন।
রোববার (২১ মে) দুপুরের পর তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের ভূতিপুকুর সীমান্তের সাও নদীতে এ ঘটনা ঘটে।
আহত পলাশ বগুলাটি গ্রামের আব্দুর রহমানের ছেলে।

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো রোববার দুপুরে সীমান্তের সাও নদীতে অন্য শ্রমিকদের সঙ্গে পাথর তুলছিলেন পলাশ। এসময় হঠাৎ ভারতের টেপরাভিটা ১৯৫ বিএসএফ ব্যাটালিয়নের কয়েকজন সদস্য নদীপাড়ের চা বাগান থেকে শ্রমিকদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এসময় অন্য শ্রমিকরা পালিয়ে গেলেও বিএসএফের গুলিতে পড়ে যান পলাশ। পরে কয়েকজন শ্রমিক ঘুরে এসে তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগে নেন। অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক রাকিবুল হাসান বলেন, পলাশের পেটের বাম পাশে গুলির আঘাত ও ক্ষত পাওয়া গেছে। প্রাাথমিক চিকিৎসা দিয়ে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পঞ্চগড়-১৮ বিজিবির লে. কর্নেল যোবায়েদ হাসান বলেন, খবর পেয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। এ ঘটনায় কড়া প্রতিবাদ জানিয়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে।
সফিকুল আলম/এসআর/জিকেএস