ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বন্দুকযুদ্ধে আহত ডাকাত সর্দারের মৃত্যু

প্রকাশিত: ১০:৪৭ এএম, ১০ মার্চ ২০১৬

মানিকগঞ্জের সিঙ্গাইরে পুলিশের সাথে বন্দুক যুদ্ধে আহত ডাকাত সর্দার জসিম মোল্লা (৩২) চিকিৎসাধীন অবস্থায় ঢাকার পঙ্গু হাসপাতালে মারা গেছেন। বৃহস্পতিবার সকালে অস্ত্রপাচারের সময় তিনি মারা যান বলে জানিয়েছেন সিঙ্গাইর থানা পুলিশ।

প্রসঙ্গত, মঙ্গলবার রাতে সিঙ্গাইরের সুদক্ষিরা গ্রামে পুলিশের সাথে ডাকাতদের বন্দুকযুদ্ধের সময় ডাকাত দলের সর্দার জসিম মোল্লা দুই পা ও হাতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। চিকিৎসার জন্য প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া বন্দুকযুদ্ধের সময় ডাকাতদের হামলা ও ককটেলের আঘাতে পুলিশের দুইজন এসআই, একজন এএসআই এবং দুইজন কনস্টেবল আহত হন। এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ একটি শটগান, কয়েক রাউন্ড কার্তুজ, চারটি হাত বোমাসহ বেশ কয়েকটি ধারালো অস্ত্র উদ্ধার করে।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান জানান, জসিম মোল্লার আটকের খবরে তার বাড়ি বাঘুলি এলাকার লোকজন মিষ্টি বিতরণ করেছে। তিনি আরও জানান জসিম মোল্লা আন্তজেলা ডাকাত দলের সর্দার ও সাতটি মামলার আসামি ছিলেন।

বি.এম খোরশেদ/এফএ/এবিএস

আরও পড়ুন