গণসংযোগকালে চেয়ারম্যান প্রার্থী গ্রেফতার
গণসংযোগকালে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা প্রামানিক রাজুকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে তাকে গ্রেফতার করা হয়।
স্বতন্ত্র প্রার্থী গোলাম মোস্তফা প্রামানিক রাজু ঝিনিয়া এমএ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক।
দহবন্দ ইউনিয়নের জরমনদী গ্রামে নির্বাচনী গণসংযোগকালে পুলিশ তাকে গ্রেফতার করে। তিনি স্থানীয় জামায়াত নেতা হলেও এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা রাজু ধুমাইটারী গ্রামের আবুল হোসেন প্রামানিকের ছেলে। জামায়াতের এ নেতার বিরুদ্ধে একাধিক নাশকতার মামলা থাকলেও বর্তমানে তিনি জামিনে রয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
সুন্দরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকার্তা (ওসি) ইসরাইল হোসেন জানান, রাজুর বিরুদ্ধে দ্রুত বিচার আইনের মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
অমিত দাশ/এআরএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বাসায় পুলিশের অভিযান, ছাদ থেকে লাফ দিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- ২ ওসমান হাদির মৃত্যুতে ‘আলহামদুলিল্লাহ’ লিখে পোস্ট, যুবক গ্রেফতার
- ৩ হাদি হত্যা: রংপুরে প্রতিবাদী সমাবেশে বিএনপি-জামায়াত-এনসিপি
- ৪ সিলেটে ৪২২ চোরাই মোবাইল জব্দ, চক্রের মূল হোতাসহ আটক ৪
- ৫ নীলফামারীতে ইউপি চেয়ারম্যানসহ আ’লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার