ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পটুয়াখালী

গরু নিয়ে ফেরার পথে বজ্রপাতে কৃষকের মৃত্যু

জেলা প্রতিনিধি | পটুয়াখালী | প্রকাশিত: ০৮:৪০ পিএম, ২৩ মে ২০২৩

পটুয়াখালীর দশমিনায় গরু নিয়ে ফেরার পথে বজ্রপাতে মো. আবদুর রব হাওলাদার (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় একটি গরুও মারা যায়।

মঙ্গলবার (২৩ মে) বিকেলে উপজেলা সদর ইউনিয়নের কাটাখালী গ্রামে এ ঘটনা ঘটে। কৃষক হাওলাদার ওই গ্রামের আবদুল আলী হাওলাদারের ছেলে।

খোঁজ নিয়ে জানা যায়, ফসলের মাঠ থেকে গরু নিয়ে ফেরার সময় বজ্রপাতে মারা যান কৃষক আবদুর রব হাওলাদার। এ সময় তার গরুটিও মারা যায়।

পটুয়াখালী জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সুমন দেবনাথ কৃষক আবদুর রবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় তার পরিবারকে সরকারের পক্ষ থেকে সহযোগিতা দেওয়া হবে।

আব্দুস সালাম আরিফ/এসজে/এএসএম