ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ছিনতাইকারীর ছুরিকাঘাতে সবজি বিক্রেতা নিহত

নিজস্ব প্রতিবেদক | সিলেট | প্রকাশিত: ০৪:৪৩ পিএম, ০১ জুন ২০২৩

সিলেটে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গোবিন্দ তালুকদার (৩৫) নামের এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১ জুন) সকালে নগরের ধোপাদিঘীরপাড় এলাকায় তিনি নিহত হন।

গোবিন্দ সুনামগঞ্জের শাল্লা উপজেলা বড়গাঁও গ্রামের বাসিন্দা। তিনি নগরের আখালিয়া নতুন বাজারে বসবাস করতেন।

সিলেট মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (উত্তর) আজবার আলী শেখ জানান, এ ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে পাঁচজনকে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতারে পুলিশের একাধিক দল অভিযানে রয়েছে।

আরও পড়ুন: সাইড দিতে দেরি হওয়ায় কাভার্ডভ্যানচালককে ছুরিকাঘাতে হত্যা

জানা গেছে, গোবিন্দ তালুকদার ভাসমান সবজি বিক্রেতা ছিলেন। বৃহস্পতিবার সকালে নগরের সোবানীঘাট পাইকারি সবজির বাজার থেকে সবজি কিনতে আখালিয়া নতুন বাজারে যাওয়ার পথে ছিনতাইকারীরা তাকে পকেট থেকে টাকা নেওয়ার চেষ্টা করে। এসময় গোবিন্দ টাকা দিতে না চাইলে ছিনতাইকারীরা তার বুকে ছুরিকাঘাত করে রাস্তায় ফেলে যায়। পরে গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সিলেটের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ময়নাতদন্ত শেষে বিকেল সাড়ে ৩টার দিকে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ছামির মাহমুদ/আরএইচ/এএসএম