ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বাংলাদেশ আর ভিক্ষুকের দেশ নয় : হানিফ

প্রকাশিত: ১০:৪৬ এএম, ১২ মার্চ ২০১৬

বাংলাদেশ আর ভিক্ষুকের দেশ নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্ব ও নিরলস পরিশ্রমের কারণে বাংলাদেশ ‘ভিক্ষুকের দেশ’ এর দুর্নাম ঘুচিয়ে সারাবিশ্বে মাত্র সাত বছরে উদাহরণ সৃষ্টি করেছে বলে বলেছেন বাংলাদেশ আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি। গাইবান্ধা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ একসময় বিদেশ থেকে খাদ্য সহায়তা নিত কিন্তু বাংলাদেশ এখন নিজেই বিদেশে খাদ্য সহায়তা প্রদান করছে। সীমিত সম্পদ নিয়ে বাংলাদেশের ১৬ কোটি মানুষের অর্থনীতিকে এগিয়ে যাওয়া চাট্টিখানি কথা নয়। অথচ তা সম্ভব হয়েছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে।

দীর্ঘ ১১ বছর পর শনিবার স্থানীয় শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে গাইবান্ধা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সৈয়দ-শামস-উল আলম হীরুর সভাপপিত্বে ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ এমপি সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

সম্মেলন শেষে অ্যাডভোকেট সৈয়দ-শামস-উল আলম হীরুকে সভাপতি ও আবু বকর সিদ্দিককে পুনরায় সাধারণ সম্পাদক করে জেলা আ’লীগের কমিটি গঠিত হয়। পরে পূর্ণাঙ্গ কমিটি গঠিত হবে বলে জানানো হয়েছে।

সম্মেলন উদ্বোধনকালে কাজী জাফরউল্লাহ এমপি আওয়ামী লীগের মত বৃহৎ রাজনৈতিক দলের কাউন্সিল যাতে নিয়মিত হয় সে ব্যাপারে সকলকে তৎপর থাকতে অনুরোধ করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উত্তরাঞ্চলের জেলাগুলোতে আ.লীগ যে সাংগঠনিকভাবে দৃঢ় ভিত্তির উপর সুপ্রতিষ্ঠিত হয়েছে আজ গাইবান্ধা জেলা আ.লীগের এই কাউন্সিল ও সম্মেলন সে কথারই স্বাক্ষ্য বহন করছে।

কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেন, জামায়াত-শিবির বিএনপি চক্র সন্ত্রাসী তাণ্ডব চালিয়ে ব্যর্থ হয়ে এখন তারা আত্মরক্ষার্থে গর্তে ঢুকে পড়েছে। এই সন্ত্রাসী চক্রকে আর গর্ত থেকে বেরিয়ে আসতে দেয়া হবে না। আ.লীগের নেতাকর্মীরা তাদের শক্ত হাতে মোকাবেলা করবে।

মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এ.বি তাজুল ইসলাম এমপি বলেন, স্বাধীনতা যুদ্ধের দীর্ঘকাল অতিক্রান্ত হলেও স্বাধীনতা বিরোধী রাজাকার আল বদর চক্রের বিচার কেউ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারেনি। কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জনগণের সমর্থন নিয়ে স্বাধীনতা চক্রের শুধু বিচারই করেননি। তাদের ফাঁসির কাষ্ঠে ঝুলিয়েছেন।

ডেপুটি স্পীকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া এমপি বলেন, আজকে আ.লীগের কাউন্সিল ও সম্মেলনে দলের নেতাকর্মীদের বিপুল উপস্থিতি প্রমাণ করে আওয়ামী লীগ এ জেলায় ঐক্যবদ্ধভাবে জনগণের কল্যাণে কাজ করে চলেছে। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যার বিচক্ষনতার কারণেই তা সম্ভব হয়েছে। জনগণকে সাথে নিয়ে আ.লীগ আগামীতেও তার পথচলা অব্যাহত রাখবে বলে তিনি প্রত্যাশা করেন।

বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে গাইবান্ধা তথা সারাদেশে উন্নয়নের জোয়ার বইছে। সারাদেশের মানুষ শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ ও বঙ্গবন্ধুর কাঙ্খিত সোনার বাংলা গড়তে আজ ঐক্যবদ্ধ। বিদ্যুৎ, সড়ক সকল সেক্টরেই সীমাহীন দুর্নীতি বিগত সরকারের আমলে গ্রাস করে ফেলেছিল। অথচ বর্তমান সরকার প্রভুত উন্নয়ন সম্পন্ন করেছে। বিশ্ব ব্যাংকসহ আন্তর্জাতিক ষড়যন্ত্রকে মোকাবেলা করে শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় নিজস্ব অর্থায়নে আজ পদ্মাসেতুর কাজ এগিয়ে চলেছে।

অমিত দাশ/এফএ/আরআইপি