ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

গৌরনদীতে পিকআপভ্যান উল্টে নিহত ১

প্রকাশিত: ০৫:২৪ পিএম, ১২ মার্চ ২০১৬

বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া এলাকায় ট্রাকের ধাক্কায় পিকআপভ্যান উল্টে বেলায়েত হক (৫৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এসময় আরো দু’জন আহত হন।

শনিবার রাত সাড়ে ৯টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত বেলায়েত হক আগৈলঝাড়ার বাসাইল এলাকার মৃত নুরুল হকের ছেলে।

গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান চৌধুরী জানান, ছারছীনা দরবার শরীফ থেকে বেলায়েত হকসহ কয়েকজন মুসুল্লি পিকআপযোগে আগৈলঝাড়ার বাসাইলের উদ্দেশে রওনা হন।

দুর্ঘটনাকবলিত স্থান মাহিলাড়া এলাকা অতিক্রমকালে পাশ থেকে একটি ট্রাক পিকআপভ্যানকে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপভ্যানটি উল্টে সড়কের পাশে পড়ে যায়।

এসময় আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক বেলায়েত হককে মৃত ঘোষণা করেন।

সাইফ আমীন/বিএ