ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গাজীপুর

পুরোনো মাটির ঘর ভাঙতে গিয়ে মিললো গ্রেনেড

জেলা প্রতিনিধি | গাজীপুর | প্রকাশিত: ০৫:১১ পিএম, ১৪ জুন ২০২৩

গাজীপুরের কালিয়াকৈরে মাটির ঘর খুঁড়তে গিয়ে হাঁড়ি থেকে শত বছরের পুরোনো একটি গ্রেনেড পাওয়া গেছে। বুধবার (১৪ জুন) উপজেলার মধ্যেপাড়া ইউনিয়নের জেঞ্জিচালা দক্ষিণপাড়া থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, নতুন বাড়ি তৈরির জন্য মাটির একটি ঘর ভাঙার কাজ করছিলেন রহিজ মিয়া। সকালে ঘরের কয়েক ফুট নিচে থাকা একটি মাটির হাঁড়ি কোদালের আঘাতে ভেঙে গেলে বোমাসদৃশ বস্তু দেখতে পান শ্রমিকরা। পরে বাড়ির মালিক অবহিত করলে পুলিশ গ্রেনেডটি উদ্ধার করেন।

আরও পড়ুন: পুকুরপাড়ে মিললো মুক্তিযুদ্ধকালের হ্যান্ড গ্রেনেড

বাড়ির মালিক রহিজ মিয়া জানান, মাটির ঘরটির অনেক পুরোনো । বৃষ্টিতে অনেক জায়গায় ভেঙে যাচ্ছিল। যার কারণে পুরোনো ঘরটি ভেঙে নতুন করে তৈরির কাজ চলমান ছিল। ঘর ভাঙতে গিয়ে দেয়ালের নিচ থেকে মাটির হাঁড়ির ভিতর থেকে ওই গ্রেনেডটি পাওয়া যায়। সেটি কিভাবে বা কোথা থেকে এসেছে তা জানা নেই।

কালিয়াকৈরের মৌচাক ফাঁড়ির পরিদর্শক মো. শহিদুল ইসলাম বলেন, গ্রেনেডটি দেখে মনে হচ্ছে শত বছরের পুরোনো । সেটি উদ্ধার করে বালতির পানিতে ডুবিয়ে রাখা হয়েছে।

আরএইচ/এমএস