নোয়াখালীতে মা-মেয়ে হত্যার বিচার দাবিতে সড়ক অবরোধ
নোয়াখালীতে বাসায় ঢুকে মা-মেয়েকে হত্যার বিচার দাবিতে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ ও বিক্ষোভ হয়েছে। বুধবার (১৪ জুন) বিকেলে মাইজদী-সোনাপুর মহাসড়কে হরিনায়ণপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ অবরোধ করে।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাদের সহপাঠী ফাতেমা আজিম প্রিয়ন্তীসহ তার মায়ের মৃত্যুর সঠিক বিচার দাবি করেন। এসময় অনেক শিক্ষার্থী কান্নায় ভেঙে পড়েন।
ফৌজিয়া আফরিন নামের এক শিক্ষার্থী জানান, প্রিয়ন্তী এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছে। সে অত্যন্ত ভালো ও অমায়িক ছিল। আমরা এ হত্যাকাণ্ডের বিচার দাবি করছি।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোর্তাহীন বিল্লাহ, হরিনারায়ণপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ বি এম আবদুল আলীম বক্তব্য রাখেন। তারা শিক্ষার্থীদের সান্ত্বনা দেন।
আরও পড়ুন: নোয়াখালীতে বাসায় ঢুকে মা-মেয়েকে গলা কেটে হত্যা
পরে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান ও পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম এ ঘটনার দ্রুত বিচারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা সড়ক থেকে সরে যায়।

এরআগে সকাল সাড়ে ১০টার দিকে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বার্লিংটন মোড়ে মানিক মিয়ার বাড়িতে শিক্ষার্থী প্রিয়ন্তী ও তার মা নুরুন্নাহারকে ছুরিকাঘাত ও গলাকেটে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় পুলিশ আলতাফ হোসেন নামে একজনকে রক্তাক্ত অবস্থায় আটক করেছে। তিনি লক্ষ্মীপুরের রামগতির থানার আলেকজান্ডারের আবুল কালামের ছেলে।
নুরুন্নাহারের স্বামী ফজলে আজিম কচি জানান, সকালে আমি অফিসে ও আমার ছেলে স্কুলে পরীক্ষা দিতে যায়। ঘরে মেয়ে ও তার মা ছিল। কী কারণে দুর্বৃত্তরা এমন ক্ষতি করলো কিছুই বুঝতেছি না।
নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জাগো নিউজকে বলেন, ঘটনার সঙ্গে সঙ্গে পুলিশ তৎপরতা শুরু করে। আটক ব্যক্তির থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। সন্ধ্যায় সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
ইকবাল হোসেন মজনু/আরএইচ/জেআইএম