নোয়াখালীতে বাসায় ঢুকে মা-মেয়েকে গলা কেটে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ১২:৩২ পিএম, ১৪ জুন ২০২৩

নোয়াখালী সদর উপজেলায় বাসায় ঢুকে মা ও মেয়েকে এলোপাতাড়ি কোপানোর পর গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (১৪ জুন) সকাল সাড়ে ১০টার দিকে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বার্লিংটন মোড়ে মানিক মিয়ার বাড়ি থেকে তাদের মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, নোয়াখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গুপ্তাঙ্ক গ্রামের বার্লিংটন মোডের ফজলে আজিম কচির স্ত্রী মোসাম্মৎ নুরুন্নাহার (৩২) ও তার স্কুলপড়ুয়া মেয়ে ফাতেমা আজিম প্রিয়ন্তী (১৭)।

Noakhali-2.jpg

পুলিশ জানায়, সকাল সাড়ে ১০টার দিকে কয়েকজন দুর্বৃত্ত বাসা ভাড়া নেওয়ার কথা বলে ওই বাড়িতে ঢোকে। পরে মা-মেয়েকে একা পেয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে গলা কেটে পালিয়ে যায়। এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় আলতাফ হোসেন নামে সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। ঘটনার মূল কারণ জানাসহ জড়িতদের আটকের চেষ্টা চলছে।

নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধারের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তৎপরতা শুরু করেছে।

ইকবাল হোসেন মজনু/এমআরআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।