বগুড়ার ১৮ ইউনিয়নে ২০ জনের মনোনয়নপত্র প্রত্যাহার
দ্বিতীয় দফায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে রোববার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে শিবগঞ্জ ও সোনাতলা উপজেলার ১৮টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২০ জন ও সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য মিলে আরও ৪৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
এর মধ্যে শিবগঞ্জে চেয়ারম্যান পদে ১৭ জন ও সদস্য ও নারী সদস্য পদে ৩৬ এবং সোনাতলায় চেয়ারম্যানপদে তিন জন ও সদস্য ও নারী সদস্য পদে ৯ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
উল্লেখ্য, শিবগঞ্জে ৭৮ ও সোনাতলায় ৩২ জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন।
এদিকে শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের এক জরুরি বর্ধিত সভায় দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো নেতা-কর্মী বিদ্রোহী প্রার্থী হলে তাদেরকে আজীবনের জন্য দল থেকে বহিষ্কার করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্থানীয় সাব-রেজিস্ট্রি অফিস চত্বরে রোববার এই বর্ধিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক। সভায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থী, বিদ্রোহী প্রার্থী ও উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা, পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, পৌর সভাপতি আমিনুল হক দুদু, সাধারণ সম্পাদক ছামছুল ইসলাম মোল্লা, উপজেলা আওয়ামী লীগ নেতা এমএ লতিফ, এমদাদুল হক, আ. মান্নান শেখ, যুবলীগ সভাপতি আঃ ছাত্তার প্রমুখ।
লিমন বাসার/এমএএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ হাদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য, মেডিকেল কলেজের অধ্যাপক বরখাস্ত
- ২ সাত ঘণ্টা অবরোধের পর বরিশাল-খুলনা মহাসড়কে যানচলাচল স্বাভাবিক
- ৩ বাসায় পুলিশের অভিযান, ছাদ থেকে লাফ দিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- ৪ ওসমান হাদির মৃত্যুতে ‘আলহামদুলিল্লাহ’ লিখে পোস্ট, যুবক গ্রেফতার
- ৫ হাদি হত্যা: রংপুরে প্রতিবাদী সমাবেশে বিএনপি-জামায়াত-এনসিপি