সুনামগঞ্জে নদীর স্রোতে ভেসে গেছেন দুই সন্তানসহ মা
সুনামগঞ্জের শাল্লা উপজেলার ধারাইন নদীর স্রোতে দুই সন্তানসহ এক মা ভেসে গেছেন।
সোমবার (১৯ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শাল্লা সরকারি কলেজ সংলগ্ন সেতুর নিচে এ ঘটনা ঘটে। নিখোঁজদের পরিচয় এখনো জানা যায়নি।
পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৭টায় শাল্লা সরকারি কলেজের পাশের সেতুর নিচের সড়ক দিয়ে আসছিলেন ওই মা ও তার দুই সন্তান। এসময় তীব্র স্রোতে তারা ভেসে যান। তাদের উদ্ধারে স্থানীয় প্রশাসনসহ পুলিশ কাজ করছে।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিখোঁজ মা ও সন্তানদের উদ্ধারে কাজ করছে প্রশাসন। এখনো তাদের পরিচয় পাওয়া যায়নি।
লিপসন আহমেদ/এমআরআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চেক জালিয়াতি মামলায় ওয়ারেন্টভুক্ত বিএনপি নেতা গ্রেফতার
- ২ মানিকগঞ্জে আগুনে পুড়লো বিআইডব্লিউটিএ’র গোডাউন
- ৩ রেললাইনে আগুন দিয়ে ৫ ঘণ্টা অবরোধ বিএনপি নেতাকর্মীদের, চরম দুর্ভোগ
- ৪ স্বামীকে হত্যাসহ ১০ মামলার আসামি আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার
- ৫ ফিটনেস-অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছাড়া সেন্টমার্টিনে যাবে না জাহাজ