বেদে পল্লীতে ব্যতিক্রমী এক চড়ুইভাতি
ফরিদপুর শহরের মুন্সিবাজার এলাকার বেদে পল্লীতে ঈদ উপলক্ষে ব্যতিক্রমী এক চড়ুইভাতির আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা করবো জয়’। ভিন্ন রকম এ আয়োজনে পুরো বেদে পল্লীতে উৎসব আমেজ ফিরে আসে। শিশু, নারী, পুরুষ সবাই ‘আমরা করবো জয়’র সদস্যদের সঙ্গে মিলেমিশে এই আনন্দ উদযাপন করেন।
বৃহস্পতিবার (২২ জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত চলে নানা আয়োজন। সকালে বাজার করে বেদে পল্লীতে গিয়ে নিজেরাই রান্না করেন সংগঠনের সদস্যরা।
সরেজমিনে দেখা যায়, বেদে পল্লীর শিশুদের নিয়ে কেক কাটা হয়। রান্না শেষ হলে মাটিতে ত্রিপল বিছিয়ে লাইন ধরে বসে খাওয়ার আয়োজন করা হয়। প্রথমে শিশু ও নারীরা অংশ নেন, পরবর্তীতে পল্লীর পুরুষ সদস্যরা খাবার খেতে বসেন।

এ ব্যাপারে বেদে পল্লীর জামিরুল জাগো নিউজকে বলেন, এমন ভিন্ন রকম আয়োজন এর আগে আমাদের নিয়ে আর কেউ করেননি। খুবই আনন্দ হয়েছে।
বেদে পল্লীর রুবেল, নাহিদ জাগো নিউজকে বলেন, এই প্রথম আমরা জন্মদিনের কেক কাটলাম, কেক খেলাম। ঈদের আনন্দের চেয়েও বেশি আনন্দ হয়েছে। আমরা খুবই খুশি হয়েছি।

আমরা করবো জয় সংগঠনের সভাপতি আহমেদ সৌরভ জাগো নিউজকে বলেন, আমরা মূলত বিশেষ দিবসগুলো ব্যতিক্রমী আয়োজনের মাধ্যমে পালন করি। ভালোবাসা দিবস এতিমখানায়, বাবা দিবস-মা দিবস বৃদ্ধাশ্রমে কিংবা সন্তানহারা কোনো বাবা মায়ের সঙ্গে। আজকের এই আয়োজন মূলত ঈদ আনন্দ আয়োজন। যেহেতু সংগঠনের বেশিরভাগ সদস্য শিক্ষার্থী, সবাই ঈদের ছুটিতে বাড়ি চলে যাবে। তাই ঈদের আগেই এই আয়োজনটা আমরা করেছি। ভালো লাগছে যে আমাদের এই আয়োজন উপভোগ করেছেন বেদে পল্লীর বাসিন্দারা।
এ সময় সংগঠনটির সদস্যবৃন্দ, সাংবাদিক ও সুশিল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এন কে বি নয়ন/এফএ/জেআইএম