ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ফরিদপুর

অ্যাম্বুলেন্সে সিলিন্ডার বিস্ফোরণ, দুই ঘণ্টা পর যান চলাচল শুরু

জেলা প্রতিনিধি | ফরিদপুর | প্রকাশিত: ০১:৫৭ পিএম, ২৪ জুন ২০২৩

ফরিদপুরের ভাঙ্গায় অ্যাম্বুলেন্সে সিলিন্ডার বিস্ফোরণের দুই ঘণ্টা পর যান চলাচল শুরু হয়েছে। শনিবার (২৪ জুন) দুপুর ১টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়ারুল ইসলাম বলেন, বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে বরিশালের দিকে যাচ্ছিলেন ওই অ্যাম্বুলেন্সের যাত্রীরা। পথে মালিগ্রামে এক্সপ্রেসওয়ের রেলিংয়ে ধাক্কা লেগে অ্যাম্বুলেন্সে আগুন ধরে যায়। এতে সাতজন নিহত হয়েছেন।

আরও পড়ুন: ফরিদপুরে অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৭

তিনি আরও জানান, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আহত চালককে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সোহাগ মাতুব্বর নামের স্থানীয় এক যুবক জানান, দুর্ঘটনার পর প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়।

এন কে বি নয়ন/আরএইচ/এএসএম