ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নিজের হাতে বানানো কাঠের ঈগল প্রধানমন্ত্রীকে উপহার দিতে চান বিকু

জেলা প্রতিনিধি | ফরিদপুর | প্রকাশিত: ০৫:০৩ এএম, ২৫ জুন ২০২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিজের হাতে বানানো কাঠের তৈরি ঈগল পাখি উপহার দিতে চান ফরিদপুরের কাঠ ব্যবসায়ী মেহেদী হাসান বিকু। তার খুবই ইচ্ছে নিজ হাতে ঈগল পাখিটি তুলে দেবেন প্রধানমন্ত্রীর হাতে। এদিকে পাখিটিকে দেখতে প্রতিদিনই তার বাড়িতে ভিড় জমাচ্ছেন আশপাশের মানুষ।

খোঁজ নিয়ে জানা গেছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের ছবিখচিত এই ঈগল পাখিটি বানিয়েছেন ফরিদপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কোমরপুরের কাঠ ব্যবসায়ী মেহেদী হাসান বিকু। দীর্ঘ এক বছরের শ্রম আর মেধার ফসল পরিত্যক্ত মেহগনি গাছের গুঁড়ির তৈরি এই ঈগল পাখিটি। কাঠের তৈরি ঈগল পাখির বুকে বঙ্গবন্ধু। দুই ডানায় ফুটিয়ে তোলা হয়েছে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ছবি এবং অপর প্রান্তে বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয়ের ছবি।

jagonews24

পাখির মালিক মেহেদী হাসান বিকু বলেন, ছোটবেলা থেকেই আওয়ামী লীগকে ভালোবেসে হৃদয়ে ধারণ করেছি বঙ্গবন্ধুর স্মৃতি। এ জন্যই মনের মাধুরী মিশিয়ে ঈগল পাখিটি তৈরি করেছি। যার বুকের মাঝেই রয়েছেন বঙ্গবন্ধু।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বিকু কাঠের তৈরি ঈগল পাখিটি তৈরির কাজ শুরু করেন ২০২২ সালে আর শেষ করেন ২০২৩ সালের জুন মাসে। তার বানানো পাখিটিকে কিনতে আগ্রহ দেখিয়েছেন অনেকেই। কিন্তু মেহেদী হাসান পাখিটিকে বিক্রি করতে চান না। ছোট্ট এক কুড়েঘরে থাকা মেহেদী হাসান বিকুর স্বপ্ন বিনা পারিশ্রমিকে নিজ হাতে পাখিটিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেবেন।

jagonews24

এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর মো. কুদ্দুসউর রহমান বলেন, প্রয়োজনে পাখিটিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পৌঁছাতে সব ধরনের সহায়তা দেওয়া হবে। পরম যত্নে বানানো পাখিটিকে দেখতে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন আশপাশের মানুষ। বঙ্গবন্ধুকে ভালোবেসে পাখি তৈরির বিষয়টি গর্বের।

এন কে বি নয়ন/বিএ