ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ঈদুল আজহা

রাতে ছিন্নমূল মানুষের পাশে খাবার নিয়ে ফরিদপুরের এসপি

জেলা প্রতিনিধি | ফরিদপুর | প্রকাশিত: ০২:৩২ পিএম, ৩০ জুন ২০২৩

পবিত্র ঈদুল আজহার দিন শেষে গভীর রাতে ছিন্নমূল মানুষের পাশে খাবার নিয়ে ছুটে যান ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. শাহজাহান। রাতে দোকানের সামনে, অলিগলি ও বিভিন্ন মহল্লার রাস্তার পাশে রাত কাটানো সুবিধাবঞ্চিত ছিন্নমূল মানুষের পাশে এসে দাঁড়ান তিনি।

বৃহস্পতিবার (২৯ জুন) দিনগত রাত সাড়ে ১২টার দিকে ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় রাস্তার পাশে থাকা কমপক্ষে ৩০০ ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ করেন পুলিশ সুপার।

খাবার পাওয়া শহরের গোয়ালচামট এলাকায় রাস্তার পাশে থাকা আক্কাস আলী জাগো নিউজকে বলেন, দিনে শ্রমিক ও দিনমজুরের কাজ করার পর রাস্তার পাশে পলিথিন ও মশারি টানিয়ে কোনোমতে রাত পার করি। ঈদের দিনে কাজকর্ম নেই। ভালোমন্দ খাওয়া হয়নি। পরিবারের লোকজন না থাকায় মাংসও খাওয়া হয়নি। ঘুমিয়ে পড়েছিলাম। পুলিশের ডাকে ঘুম থেকে জেগে দেখি এসপি স্যার পোলাও-মাংস নিয়ে এসেছেন। খুব মজা করে খেয়েছি।

jagonews24

আরও পড়ুন: যমজ সেই চার শিশুর জন্য জেলা প্রশাসকের ঈদ উপহার

এ বিষয়ে ফরিদপুরের পুলিশ সুপার মো. শাহজাহান বলেন, সবার সঙ্গে ঈদের আনন্দ ও খুশিকে ভাগাভাগি করে নেওয়ার জন্য এমন উদ্যোগ নেওয়া হয়। সমাজের গরিব অসহায় ও খেটে খাওয়া দিনমজুর মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। ফরিদপুর জেলা পুলিশ সবসময় এমন মানবিক কাজে অংশ নিয়ে থাকে। ঈদের দিনে মাংস-পোলাও, নানা রকমের বাহারি খাবার পেয়ে মানুষগুলোর মুখে হাসি ফুটেছে।

এসময় আরও উপস্থিত ছিলেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল, ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার প্রমুখ।

এন কে বি নয়ন/জেএস/জিকেএস