চুয়াডাঙ্গা

যমজ সেই চার শিশুর জন্য জেলা প্রশাসকের ঈদ উপহার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০১:১০ পিএম, ৩০ জুন ২০২৩

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বিষ্ণুপুর গ্রামের মাহাবুল-কল্পনা দম্পতির যমজ চার কন্যাকে জেলা প্রশাসকের (ডিসি) পক্ষ থেকে ঈদ উপহার দেওয়া হয়েছে। উপহার হিসেবে চার শিশুকে ঈদের পোশাক, ফলমূল, মিষ্টি ও সালামি দেওয়া হয়।

একই সঙ্গে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান ও তার স্ত্রী মেহেনাজ খান বাঁধন তাদের দেখতে যান।

বুধবার (২৮ জুন) দামুড়হুদা উপজেলার বিষ্ণপুর গ্রামের চার কন্যা দোয়েল-কোয়েল-ময়না-টিয়ার বাড়িতে এই ঈদ উপহার নিয়ে যান জেলা প্রশাসক।

আরও পড়ুন: একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিলেন গৃহবধূ

শিশুদের বাবা মাহবুল বলেন, আমাদের সন্তান জন্মের পর থেকেই ডিসি স্যার খোঁজ-খবর রাখেন। সব ধরনের সহযোগিতা করছেন। ঈদ উপলক্ষে আমাদের বাড়িতে এসেছেন ঈদ উপহার নিয়ে সন্তানদের জন্য। ক্লিনিকে গিয়ে সন্তানদের নামও রাখেন। আমাদের মতো গরিব মানুষের পাশে থাকায় দুশ্চিন্তা দূর হয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান বলেন, একসঙ্গে জন্ম নেওয়া চার কন্যার ঈদ যেন আনন্দময় হয় সে ব্যবস্থা করেছি জেলা প্রশাসনের পক্ষ থেকে। আমার পরিবার তাদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিয়েছে। তাদের জন্য ভালোবাসা থাকবে সব সময়। এ পরিবারটিকে একটি গাভি উপহার দেওয়া হয়েছে কন্যাদের দুধের ব্যবস্থার জন্য।

আরও পড়ুন: যমজ সেই চার শিশুর জন্য বাছুরসহ গাভী উপহার

গত ৯ মে মাহবুল-কল্পনা দম্পতির ঘর আলো করে একসঙ্গে আসে চার কন্যা। চুয়াডাঙ্গা সদর হাসপাতাল রোডের একটি বেসরকারি ক্লিনিকে সিজারের মাধ্যমে তাদের জন্ম হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান তাদের দেখতে যান বেসরকারি ক্লিনিকে। মাহবুল-কল্পনা দম্পতির অনুরোধে তাদের নাম রাখেন জেলা প্রশাসক দোয়েল-কোয়েল-ময়না-টিয়া। পরিবারটিকে নিয়মিত খোঁজ-খবর রাখেন জেলা প্রশাসক।

হুসাইন মালিক/জেএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।