সরাইলে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিখোঁজের একদিন পর ফাহিম মিয়া (১০) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার সৈয়দটুলা গ্রামের একটি পুকুর থেকে নিহতের মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ফাহিম সৈয়দটুলা গ্রমের ধন মিয়ার ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার বিকেলে নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় শিশু ফাহিম। পরে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। মঙ্গলবার সকালে স্থানীয় এলাকাবাসী ফাহিমের বাড়ির পাশের একটি পুকুরে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে সকাল ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শাহরিরয়ার আল মামুন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।
আজিজুল আলম সঞ্চয়/এসএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ হাদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য, মেডিকেল কলেজের অধ্যাপক বরখাস্ত
- ২ সাত ঘণ্টা অবরোধের পর বরিশাল-খুলনা মহাসড়কে যানচলাচল স্বাভাবিক
- ৩ বাসায় পুলিশের অভিযান, ছাদ থেকে লাফ দিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- ৪ ওসমান হাদির মৃত্যুতে ‘আলহামদুলিল্লাহ’ লিখে পোস্ট, যুবক গ্রেফতার
- ৫ হাদি হত্যা: রংপুরে প্রতিবাদী সমাবেশে বিএনপি-জামায়াত-এনসিপি