সোনামসজিদ দিয়ে কাঁচা মরিচ আমদানি শুরু
সাতক্ষীরার ভোমরার পর এবার চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়েও মরিচ আমদানি শুরু হয়েছে।
সোমবার (৩ জুলাই) সকাল থেকে দেশের দ্বিতীয় বৃহত্তম সোনামসজিদ স্থলবন্দর দিয়ে এ মরিচ আমদানি শুরু হয়। এরই মধ্যে কাঁচা মরিচ ভর্তি তিনটি ট্রাক সোনামসজিদ স্থলবন্দরে প্রবেশ করেছে।
সোনামসজিদ স্থলবন্দর কাস্টমসের সহকারী কমিশনার প্রভাত কুমার সিংহ বিষয়টি জাগো নিউজে নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: কাঁচা মরিচের কেজি ১০০ টাকা, ক্রেতাদের উপচে পড়া ভিড়
তিনি বলেন, সকাল থেকে এখন পর্যন্ত ৩১ টন মরিচ স্থলবন্দরে প্রবেশ করেছে। তবে আরও মরিচ আসবে। সন্ধ্যার পরে সারাদিনের হিসেব জানা যাবে।
পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের পোর্ট ম্যানেজার মাইনুল ইসলাম বলেন, সকাল থেকে মরিচ আসা শুরু হয়েছে সোনামসজিদ বন্দরে। এখন পর্যন্ত মরিচ ভর্তি তিনটি ট্রাক পানামায় প্রবেশ করেছে।
এর আগে সর্বশেষ ২৬ জুন এক ট্রাক মরিচ এসেছিল সোনামসজিদ স্থলবন্দর দিয়ে।
সোহান মাহমুদ/জেএস/এএসএম