ভোক্তা অধিকারের অভিযান

কাঁচা মরিচের কেজি ১০০ টাকা, ক্রেতাদের উপচে পড়া ভিড়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৪:১২ পিএম, ০৩ জুলাই ২০২৩

সারাদেশেই হঠাৎ করে বেড়েছিল কাঁচা মরিচের দাম। তবে আমদানির খবরে অর্ধেকেরও নিচে নেমে এসেছে বেড়ে যাওয়া দাম। নারায়ণগঞ্জেও প্রায় ৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল কাঁচা মরিচ। তবে আমদানির খবরে সেটা নেমে আসে ৩০০ টাকায়।

এরই ধারাবাহিকতায় সোমবার (৩ জুলাই) সকাল থেকে নারায়ণগঞ্জ শহরের অন্যতম বৃহৎ পাইকারি বাজারে কাঁচা মরিচ ৩০০ টাকা কেজি দরেই বিক্রি হচ্ছিল। দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জে অভিযান চালান।

আর অভিযানের খবরে মুহুর্তের মধ্যেই ৩০০ টাকায় বিক্রি করা মরিচ বিক্রি শুরু হয় ১০০ টাকায়। একই সঙ্গে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জের কর্মকর্তাদের সামনে ১০০ টাকা দরেই কাঁচা মরিচ বিক্রি করতে থাকেন ব্যবসায়ীরা। এ খবরে কাঁচা মরিচের দোকানের সামনে ক্রেতাদের ভিড় লেগে যায়। তখন ক্রেতাদের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছিলেন ব্যবসায়ীরা।

আরও পড়ুন: বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে নদীতে ঝাঁপ, কিশোর নিখোঁজ

আসলাম নামে এক ক্রেতা বলেন, আমি সকালে এসে দেখি কাঁচা মরিচ ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বেশি দাম হওয়ার কারণে আমি কিনতে পারিনি। বাজার শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই শুনি ভোক্তা অধিকার আসছে। আর তখন কাঁচামরিচ ১০০ টাকা দরে বিক্রি করছে। তাই এখন ১০০ টাকায় ১ কেজি কাঁচা মরিচ কিনেছি।

রাসেল শিকদার নামে একজন ক্রেতা বলেন, কাঁচা মরিচের দাম বৃদ্ধির কারণে আমি গত ১৫ দিন কাঁচা মরিচ কিনতে পারছিলাম না। আজ বাজারে আসার আগেও শুনেছি ৬০০ টাকা কেজি দরে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে। পরে এখানে এসে দেখলাম ভোক্তা অধিকার অভিযান চালাচ্ছে। এসময় কাঁচা মরিচের দাম জিজ্ঞেস করলে তারা বলে ১০০ টাকা কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে। এই সুযোগে হাফ কেজি কাঁচা মরিচ কিনেছি।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান জাগো নিউজকে বলেন, নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবেই আমরা কাঁচা বাজারে আসছিলাম। বাজারে গিয়ে শুনতে পাই ৩০০ টাকা কেজিতে কাঁচ মরিচ বিক্রি হচ্ছে। যা আসল দাম না। পরে আমাদের যাওয়ার খবর পেয়েই তারা ১০০ টাকা কেজিতে কাঁচা মরিচ বিক্রি শুরু করে।

মোবাশ্বির শ্রাবণ/জেএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।