ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

শিবগঞ্জে বিএনপির ১১ নেতাকর্মী আটক

প্রকাশিত: ১১:১১ এএম, ১৫ মার্চ ২০১৬

বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জে আ.লীগের চেয়ারম্যান প্রর্থী আব্দুল গফুরের ভাগ্নে মাহাতাব আলীর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিএনপির নেতা-কর্মী সমর্থকসহ ১১জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। মঙ্গলবার পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে।

তবে হত্যাকাণ্ডের এ  ঘটনায় এখনও কোনো মামলা দায়ের হয়নি। ঘটনার পর থেকে ওই এলাকায় র‌্যাব-পুলিশের টহল জোরদার করা হয়েছে।
 
আটককৃতরা হলেন, শাহিনুর ইসলাম, জাহিদুল ইসলাম, বাদশা মিয়া, নজরুল ইসলাম, নান্নু মিয়া, ফারুক হোসেন, আলমগীর হোসেন, এনামুল হোসেন, বিনশের রহমান, গোলাম মোস্তাফা, আব্দুল বাসেদ।

শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ হোসেন জানান, আটকরা সবাই বিএনপির নেতা-কর্মী ও সমর্থক। ঘটনার সঙ্গে তারা সবাই জড়িত। আটকরা সবসময় বিএনপির লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করে বলেও তিনি জানান।

স্থানীয়রা জানান, আগামী ৩১ মার্চ ইউনিয়ন পরিষদের নির্বাচন উপলক্ষে সোমবার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়। প্রতীক পাওয়ার পর থেকেই বুড়িগঞ্জ ইউনিয়নে আ.লীগ ও বিএনপি প্রার্থীর নির্বাচনী অফিস স্থাপন নিয়ে দ্বন্দ্ব দেখা দেয়। পরে রাত ৮টার দিকে আ.লীগ মনোনীত প্রার্থী আব্দুল গফুরের ছেলেসহ কয়েকজন সমর্থক ইউনিয়নের জামতলী বাজারে অফিস করতে গেলে বিএনপি প্রার্থী ওবায়দুর রহমানের সমর্থকদের সঙ্গে তাদের বাকবিতণ্ডা শুরু হয়। খবর পেয়ে থানা পুলিশ তাদের উভয় পক্ষকে হটিয়ে দেয়।

পরে উভয় প্রার্থীর সমর্থকরা এলাকায় গিয়ে আবারও দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। আ.লীগ সমর্থিত প্রার্থী ঘটনাস্থলে গিয়ে তার লোকজনকে সরিয়ে নিলেও ঘটনার সময় খাদইল হরিতলায় বিএনপি সমর্থিত প্রার্থীর কয়েকজন কর্মী আটকে পড়েছিলো। এসময় আ.লীগ প্রার্থীর ভাগ্নে মাহাতাব আলীসহ কয়েকজন বিএনপির ঐ কর্মীদের বাড়ি পৌঁছে দিতে গেলে মাঠের মাঝে তাদের ওপর হামলা চালানো হয়।

সে সময় ওবায়দুলের সমর্থকদের ধারালো অস্ত্রের আঘাতে মাহাতাব ছাড়াও মোজাফফর হোসেন প্রামানিক (৩৫) ও আমিরুল ইসলাম (২০) নামে আরও দুজন আহত হন। আহতদের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। মাহাতাবের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে গভীর রাতে তিনি মারা যান।

এফএ/এবিএস