ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কোমরে-পায়ে বিশেষ কায়দায় ফিটিং ১২ হাজার ইয়াবা, নারী আটক

জেলা প্রতিনিধি | ব্রাহ্মণবাড়িয়া | প্রকাশিত: ০৪:২২ পিএম, ০৬ জুলাই ২০২৩

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ১২ হাজার পিস ইয়াবাসহ মনোয়ারা (৫০) নামের এক নারীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজা থেকে তাকে আটক করা হয়।

মনোয়ারা কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল এলাকার মৃত তোতা মিয়া ওরফে প্রকাশ পাগলা বাহারের স্ত্রী।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মনোয়ারাকে আটক করা হয়। আটকের পর তার কাছে ইয়াবা থাকার কথা স্বীকার করেন। পর কোমরে ও পায়ে রাবার দিয়ে বিশেষ কায়দায় ফিটিং করা ১২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ওসি নাহিদ আহম্মেদ বলেন, আটক নারীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

আবুল হাসনাত মো. রাফি/এসআর/এমএস