ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কুষ্টিয়ায় হাসানুল হক ইনু

‘দেশি-বিদেশি চক্রান্ত মোকাবিলা করে যথাসময়ে নির্বাচন হবে’

জেলা প্রতিনিধি | কুষ্টিয়া | প্রকাশিত: ০৪:৪৬ পিএম, ০৮ জুলাই ২০২৩

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকরণ, সাংবিধানিক ধারা অব্যাহত রাখা এবং সংবিধান রক্ষার একমাত্র পথ যথাসময়ে নির্বাচন করা। এর বাইরে যারা সরকার উৎখাত এবং সংবিধান অদল-বদলের কথা বলে, তারা নির্বাচনের নামে সাংবিধানিক ধারাকে ক্রসফায়ারে ফেলতে চাচ্ছে। সাংবিধানিক ধারাকে অব্যাহত রাখতে দেশি-বিদেশি চক্রান্ত মোকাবিলা করে আগামী জাতীয় সংসদ নির্বাচন যথাসময়ই অনুষ্ঠিত হবে।

শনিবার (৮ জুলাই) বেলা ১১টায় কুষ্টিয়া সার্কিস হাউজে জাতীয় আইনজীবী পরিষদ কুষ্টিয়া জেলা শাখার নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় যোগদানের আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এ সময় জেলা জাসদ সভাপতি গোলাম মহসিন, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী, জেলা জাসদের প্রচার সম্পাদক কারশেদ আলমসহ স্থানীয় জাসদ নেতৃবৃন্দ এবং জাতীয় আইনজীবী পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আল-মামুন সাগর/এফএ/জেআইএম