ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ঘটনাস্থলে এক বন্ধু, হাসপাতালে নেওয়ার পথে আরেক বন্ধুর মৃত্যু

জেলা প্রতিনিধি | গাজীপুর | প্রকাশিত: ১১:৪৮ পিএম, ০৯ জুলাই ২০২৩

গাজীপুরে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধুসহ তিনজনের মৃত্যু এবং একজন আহত হয়েছেন। রোববার (৯ জুলাই) বিকেলে এসব দুর্ঘটনা ঘটে।

জানা যায়, এদিন বিকেলে গাজীপুর মহানগরীর হাতিয়াব এলাকায় তিন বন্ধু একটি মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি বৈদ্যতিক খুটির সঙ্গে সজোরে ধাক্কা লেগে ঘটনাস্থলেই দুই বন্ধু মারা যান। অন্যজন আহত হন।

নিহতরা হলেন- শ্রীপুর উপজেলার বরমি সিটপড়া গ্রামের মো. সামাদের ছেলে জাহিদ হাসান (২২)ও তার বন্ধু মো. আকাশ (২০)।

নিহতদের স্বজন ও থানা পুলিশ জানায়, বিকেল ৩টার দিকে তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে হাতিয়াব এলাকা দিয়ে যাওয়ার সময় হঠাৎ বৈদ্যুতিক খুঁটির সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এসময় মোটরসাইকেলসহ তিন বন্ধু পড়ে গেলে ঘটনাস্থলেই জাহিদ মারা যান। গুরতর আহত অবস্থায় অন্য দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আকাশের মৃত্যু হয়।

গাজীপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) শহিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় দুজনের মৃত্যু এবং অন্য একজন আহত হয়েছেন।

একই দিন বিকেল ৫টার দিকে জয়দেবপুর আসার পথে গাজীপুর মহানগর সদর থানাধীন ২৯ নম্বর ওয়ার্ডের ছোট দেওড়া কাজী বাড়ি এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন মো. জাহিদ হোসেন হোসেন (২৩) নামের এক যুবক। স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে সদর থানা পুলিশ হাসপাতালে সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

মো. আমিনুল ইসলাম/এমকেআর