ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

দেশের উন্নয়নে শেখ হাসিনার বিকল্প নেই: এমপি জন

জেলা প্রতিনিধি | নওগাঁ | প্রকাশিত: ০২:১৮ পিএম, ১১ জুলাই ২০২৩

নওগাঁ সদর আসনের সংসদ সদস্য (এমপি) ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন বলেছেন, দেশের উন্নয়নে নৌকার বিকল্প নেই। দেশের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই। প্রধানমন্ত্রী দ্বারা দেশের উন্নয়ন হচ্ছে।

মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে নওগাঁয় বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে আর্থিক সহায়তার চেক ও বিদ্যালয়ে স্যানিটারি ন্যাপকিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় এ আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা ইমাম উদ্দিন।

দেশের উন্নয়নে শেখ হাসিনার বিকল্প নেই: এমপি জন

এসময় উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক নূর মোহাম্মদ, সদর সমাজসেবা অফিসার সাইদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা ও শাহনাজ আক্তার নাইচ, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মেহেদি হাসান নয়ন, সদর থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল হক কমল, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা রেজাউল করিম প্রমুখ।

পরে ক্যানসার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইসিস, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ১০৯ জনের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অনুদানের আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। এছাড়া স্বাস্থ্য সচেতনা বাড়াতে উপজেলার ২২টি বিভিন্ন বিদ্যালয়ে নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে দুই হাজার ১৪৫ প্যাকেট স্যানিটারি ন্যাপকিন বিতরণ করেন এমপি নিজাম উদ্দিন জলিল জন।

আব্বাস আলী/এসআর/জেআইএম