ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজ ৩ ভাই-বোনের মরদেহ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নিখোঁজের একদিন পর সুলতানা (৭), রাজা (৫) ও বাদশা (৪) নামে তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুর সোয়া ১টার দিকে উপজেলার চাতলপার ইউনিয়নের বেমালিয়া নদী থেকে তাদের মরদেহগুলো উদ্ধার করা হয়।
নিহতরা উপজেলার রতনপুর পূর্বপাড়া গ্রামের শওকত আলীর সন্তান।
পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে বাড়ির পাশের বেমালিয়া নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায় বাদশা। এ সময় সুলতানা ও রাজা বাদশাকে উদ্ধার করতে গেলে তারাও নদীতে ডুবে যায়। এরপর থেকে তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে বুধবার দুপুরে নদীতে ওই তিন শিশুর মরদেহ ভেসে ওঠলে স্থানীয়রা দেখতে পেয়ে নাসিরনগর থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে।
ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শাহরিয়ার আল মামুন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, নিহতদের মরদেহগুলো থানায় নিয়ে আসা হচ্ছে। পরর্তীতে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাপাতাল মর্গে পাঠানো হবে।
আজিজুল আলম সঞ্চয়/এসএস/পিআর