ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন

দেড়যুগ পরও হয়নি কমিটি, হতাশ হয়ে ফিরলেন নেতাকর্মীরা

জেলা প্রতিনিধি | যশোর | প্রকাশিত: ০৯:১০ এএম, ১৪ জুলাই ২০২৩

দীর্ঘ দেড়যুগ পর অনুষ্ঠিত হয়েছে যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। তবে সম্মেলন হলেও কমিটি ঘোষণা না করায় নিরাশ হয়ে বাড়ি ফিরছেন দলের নেতাকর্মীরা।

বুধবার (১২ জুলাই) বিকেল থেকে রাত ১১টা পর্যন্ত শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে চলে এ সম্মেলন। আর সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সরাসরি নির্বাচন কিংবা কমিটি ঘোষণা না করেই চলে গেছেন কেন্দ্রীয় নেতারা। এতে করে হতাশ হয়েই বাড়ি ফিরতে হয়েছে নেতাকর্মীদের। এমনকি বৃহস্পতিবারও নেতাকর্মীদের মধ্যে এ নিয়ে আলোচনা-সমালোচনা ছিল।

এর আগে বুধবার বিকেল সাড়ে ৫টায় সম্মেলনের প্রথম অধিবেশন উদ্বোধন করেন স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু। প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দীন নাছিম।

আরও পড়ুন: মেহেরপুরে স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

জেলা সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক আসাদুজামান মিঠুর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের সদস্য নির্মল কুমার চ্যাটার্জী, যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, যশোর-১ আসনের সংসদ শেখ আফিল উদ্দিন, যশোর-২ আসনের সংসদ সদস্য ডা. জেনারেল (অব.) নাছির উদ্দীন, স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সৈয়দ নাসির উদ্দিন, কৃষিবিদ আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল হাসান জুয়েল, সদস্য আব্দুল্লাহ আল সায়েম।

সম্মেলন ঘিরে দুপুর থেকে গভীর রাত পর্যন্ত উৎসাহ-উদ্দীপনা ছিল স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মী ও কাউন্সিলরদের মধ্যে। তাদের আলোচনার মূল বিষয় ছিল কে হচ্ছেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। নতুন সভাপতি-সম্পাদক নির্বাচন নিয়ে দিনভর উদ্বিগ্ন ছিলেন সম্মেলনের ৫০০ কাউন্সিলর। তবে শেষ পর্যন্ত কমিটি ঘোষণা করা হয়নি।

রাত সাড়ে ১০টায় শেষ হয় সম্মেলনের প্রথম অধিবেশন। দ্বিতীয় অধিবেশন চলার সময় উন্মুক্তভাবে সভাপতি-সম্পাদক হতে ইচ্ছুকদের মঞ্চে এসে নাম লিখতে আহ্বান জানান কেন্দ্রীয় নেতারা। এ সময় সভাপতি ২৭ জন এবং ৪৬ জন সাধারণ সম্পাদক প্রার্থী নাম লেখান। পরে কেন্দ্রীয় নেতা ও জেলার নেতারা যশোর সার্কিট হাউজে সভাপতি সম্পাদকের যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। সেখানে জেলার নেতাদের সঙ্গে সমঝোতা না হওয়ায় এ কমিটি ঘোষণা না করেই চলে গেছেন কেন্দ্রীয় নেতারা। কেন্দ্রীয় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের নীতি নির্ধারকদের সঙ্গে আলোচনা করে পরবর্তীতে কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা।

সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক আসাদুজামান মিঠু বলেন, ‘সুষ্ঠুভাবে সম্মেলন শেষ হয়েছে। প্রার্থীদের নাম কেন্দ্রীয় নেতাদের কাছে। বিভিন্ন জেলায় ধারাবাহিক সম্মেলন হওয়ায় তারা কমিটি ঘোষণা করতে পারেননি। নীতিনির্ধারকদের সঙ্গে আলোচনা করে পরবর্তীতে তারা কমিটি ঘোষণা করবেন।

jagonews24

আরও পড়ুন: সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন রোববার

এর আগে সবশেষ ২০০৬ সালে যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে আসাদুজামান মিঠুকে সভাপতি ও নূরে আলম সিদ্দিকী মিলনকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। এর আগেও চার বছর আহ্বায়ক কমিটির আহ্বায়ক ছিলেন আসাদুজামান মিঠু। আর যুগ্ম আহ্বায়ক ছিলেন অধ্যক্ষ নূরে আলম মিলন।

দীর্ঘদিন মেয়াদোত্তীর্ণের পর স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর নির্দেশে গত বছরের ২৮ জুন ভেঙে দেওয়া হয়। এরপর নতুন কমিটি গঠনের লক্ষ্যে একই বছরের ৬ সেপ্টেম্বর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠানের তারিখ ঘোষণা করা হয়। তারপর সেটিও অজ্ঞাত কারণে বাতিল হয়। এরপর চলতি মাসে ১২ জুলাই সম্মেলনের নতুন তারিখ ঘোষণা করা হয়।

মিলন রহমান/জেএস/জিকেএস